৪ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং মুমিনুলের  

নিউজিল্যান্ডের ৭ রানের লিড

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১১:৩০ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১১

ছবি: বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ উইকেট মুমিনুল হকের। এর মধ্যে ৯ উইকেটই নিউজিল্যান্ডের বিপক্ষে। শুধু টেস্ট হিসেব করলে পরিসংখ্যানটি আরও চমকপ্রদ। ১০ উইকেটের মধ্যে ৭টিই কিউইদের বিপক্ষে। এর মধ্যে দুটিই আজ।

সিলেট টেস্টের তৃতীয় দিনের সকালে নিউজিল্যান্ডের নবম উইকেট জুটি বাংলাদেশকে বিপদে ফেলে দেয়। ৪৪ রানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডকে আজ প্রথম ঘণ্টায় উল্টো লিড এনে দেন টিম সাউদি ও কাইল জেমিসন। উপায় না দেখে মুমিনুল হকের হাতে বল তুলে দেন নাজমুল হোসেন শান্ত। ১১ বলের মধ্যে ২ রান দিয়ে উইকেট সাবেক অধিনায়কের। নিউজিল্যান্ডও অলআউট ৩১৭ রানে।

৪ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং মুমিনুলের, তাতেই কিউইদের লিড থেমেছে ৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। জাকির হাসান বেশ কয়েকবার শঙ্কা জাগালেও এখনো টিকে আছেন। তাঁর সঙ্গী মাহমুদুল হাসান জয় খেলছেন স্বচ্ছন্দে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে বাংলাদেশের রান ১৪, লিড ৭ রানের।

কা/আ

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত