নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামছে বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪

দরজায় কড়া নাড়ছে ভারত বিশ্বকাপ। তার আগে শেষ সময়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে মাঠে নামছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।

যদিও এই সিরিজে দলের অধিকাংশ ক্রিকেটারই থাকছেন বিশ্রামে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম থেকে শুরু করে কেন উইলিয়ামসনও খেলছেন না এই সিরিজে। তবে এই সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদী টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান এই ব্যাটার। 

লিটন বলছিলেন, 'আমি যখন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিনশেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড় পারফর্ম করতে চাইবে। একদিনে সবাই পারফর্ম করবে না, হয়ত ১-২ জন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে দিন থাকবে সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।'

মিরপুরে প্রথম ওয়ানডেকে উইকেট কেমন হবে জানেন না লিটন, 'জানি না ভাই। উইকেট সম্বন্ধে এখনও কোনো আইডিয়া নেই। যা-ই হবে দুই দলের জন্য একই হবে।'

তবে অধিনায়ক লিটনের ভাবনায় আছে নিজের সাম্প্রতিক অবস্থাও। বেশ কিছুদিন ধরেই রান নেই লিটনের ব্যাটে। অবশ্য নিজের ফর্মহীনতা কাটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ব্যাটার, 'আমি চেষ্টা করছি, প্র্যাকটিস করছি, কীভাবে ফাইন্ড আউট করা যায়। আশা করছি তাড়াতাড়ি কামব্যাক করতে পারব। আত্মবিশ্বাসের বিষয় না। প্র্যাকটিস করছি, দেখা যাক কী করতে পারি।'

নতুন করে ফেরা রিয়াদ-সৌম্যকে নিয়ে লিটনের ভাবনা, 'ভূমিকা নিয়ে আমি বলতে চাই না। পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি দ্রুত উইকেট পড়ে যায় রিয়াদ ভাই ব্যাটিংয়ে গেলে ৩০-৩৫ ওভারের গেম থাকলে উনি উনার মতো গেম খেলবে। এটা বলার দরকার নেই, উনি অনেক ম্যাচিউরড। একই কথা সৌম্যর ক্ষেত্রেও। যেখানেই সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে। শুধু তারা দুজন না, প্রত্যেক ব্যাটারের দায়িত্ব রান করা।'

এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে লকি ফার্গুসনের অধিনায়কত্বের। এছাড়া বাংলাদেশে প্রথমবারের মতো এসে কিউই এই অধিনায়ক জানালেন নিজের ভালোলাগার কথা। সঙ্গে বাংলাদেশকে অ্যাখা দিলেন ভালো দলের। 

আজ মিরপুরে সংবাদ সম্মেলনে ফার্গুসন বলছিলেন, ‘এখানে আসতে পেরে খুব খুব রোমাঞ্চিত। প্রথমবার বাংলাদেশে এলাম। ইংল্যান্ডে যেমন কন্ডিশন থেকে এসেছি, তার চেয়ে আলাদা। কিন্তু আমি উপমহাদেশে খেলতে পছন্দ করি, খুব ভালো চ্যালেঞ্জ। আর অবশ্যই বংলাদেশ তাদের ঘরের মাঠে খুব ভালো দল।'

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত