নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা, অভিষেক খালেদের
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৩২
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচে টস জিতেছেন কিউই অধিনায়ক লুকি ফার্গুসন। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ ফিল্ডিং করবে।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। দলে নেই তানজিম হাসান সাকিব ও নুরুল হাসান সোহান। সাকিবের হালকা চোট আছে বলে আগের রাতে জানা গিয়েছিল।
এদিকে আজ ওয়ানডে অভিষেক হচ্ছে পেসার খালেদ আহমেদের। এছাড়া হাসান মাহমুদও ফিরেছেন একাদশে। অর্থাৎ তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শেখ মাহদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।
নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, উইল ইয়ং, চাদ বয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রাবিন্দ্র, কোলে ম্যাকঞ্চি, ইশ সোধি, কাইল জেমিসন, লুকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত