নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ভারত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১০:৩৭ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে কি দুর্দান্তই না খেলেছে নিউজিল্যান্ড। অথচ ভারত সফরে ছায়া হয়ে থাকলো পুরোপুরি! টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে হেরেছে নিউজিল্যান্ড। ৭ উইকেটের জয়ে রোহিত শর্মারা এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে।

মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। টপ অর্ডারের ভূমিকায় ৬ উইকেটে ১৫৩ রান করলেও ভারতের মতো দলের বিপক্ষে সেটি মোটেও চ্যালেঞ্জিং ছিল না। অবশ্য এরজন্য ভারতীয় বোলারদের কৃতিত্ব দিতেই হবে। ব্যাটাররা মেরে খেলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেনি।

দুই ওপেনারে পাওয়ার প্লের আগেই নিউজিল্যান্ডের ৪৮ রান উঠেছিল। পঞ্চম ওভারে ১৫ বলে ৩১ রান করা গাপটিলকে ফিরিয়ে জুটি ভাঙেন চাহার। পরবর্তী ব্যাটাররা মারমুখী হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু স্বাগতিক বোলাররা তাদের রাশ টেনে ধরতে সক্ষম ছিলেন। ফলে মার্ক চ্যাপম্যানকে ১৭ বলে ২১ ও ড্যারিল মিচেলকে ২৮ বলে ৩১ রানে ফেরালে শুরুর ছন্দ থেকে ছিটকে যায় কিউইরা। তাতে বড় অবদান ছিল অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার হার্শাল প্যাটেলের। মিচেলের উইকেট নেওয়ার পাশাপাশি গ্লেন ফিলিপসকেও ৩৪ রানের বেশি তিনি করতে দেননি। ভারতীয় বোলারদের মধ্যে ২৫ রানে সর্বোচ্চ দুই উইকেট তারই নেওয়া। ম্যাচসেরাও হন তিনি।

শেষ দিকে যারা আগ্রাসী হতে পারতেন সেই টিম সেইফার্ট ও জেমস নিশামও বাক্সবন্দী হয়েছিলেন। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ১৩ রান করেন সেইফার্ট, আর নিশাম ১২ বলে করেছেন মাত্র ৩ রান। সেইফার্টের উইকেটটি নেন অশ্বিন, নিশামকে ফেরান ভুবনেশ্বর কুমার।     

জবাবে ম্যাচটা শেষ করার লক্ষ্য নিয়েই নামেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। প্রায় সফলও ছিলেন বলা যায়। উদ্বোধনী জুটিতে ১১৭ রান তুলেছেন। তাতে টি-টোয়েন্টিতে আবার পার্টনারশিপের রেকর্ডও ছোঁয়া হয়ে গেছে। এতদিন সংক্ষিপ্ত এই ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরি পার্টনারশিপ ছিল পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। এবার তাদেরকেও ছুঁয়ে ফেলেছেন রোহিত-রাহুল।

১৪তম ওভারে রাহুল সাজঘরে ফিরলেও ততক্ষণে ৪৯ বলে ৬৫ রান হয়ে গেছে। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়। রাহুলের মতো হফসেঞ্চুরি পেয়েছেন রোহিত শর্মাও। ৩৬ বলে ৫৫ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে ফিরেছেন ভারতীয় অধিনায়ক। ছিল ৫টি ছয়। সূর্যকুমার দ্রুত ১ রানে বোল্ড হলে পতন হয় তৃতীয় উইকেটেরও। পরে ভেঙ্কটেশ আইয়ারের ১১ বলে ১২ ও ঋষভ পান্তের দুই ছক্কায় করা ১২ রানে ভারত জয় নিয়ে মাঠ ছাড়ে ১৭.২ ওভারে। কিউইদের হয়ে তিনটি উইকেট-ই নিয়েছেন টিম সাউদি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত