না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় নারী আন্দোলনের অন্যতম পুরোধা কবি কমলা ভাসিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৬ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৪

না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় নারী আন্দোলনের অন্যতম পুরোধা কবি কমলা ভাসিন। শনিবার ২৫ সেপ্টেম্বর ভোররাতে তার মৃত্যু হয়।চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন কমলা।

তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, ভারতীয় নারী আন্দোলনের ক্ষেত্রে, তথা গোটা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেই এটা একটা বিরাট ধাক্কা। যতই প্রতিকূলতা আসুক তার বিরুদ্ধে কমলা লড়ে গিয়েছেন। আমাদের হৃদয়ে কমলা থাকবেন। এক কথায় বললে ভারতীয় নারী আন্দোলনের প্রাণভোমরা ছিলেন কমলা।

সত্তরের দশক থেকেই প্রান্তিক আদিবাসী নারীদের জন্য কাজ করেছেন তিনি। সমাজে পিছিয়ে পড়া নারীদের সমানাধিকারের কথা, লিঙ্গ তত্ত্ব, মানবাধিকার, পুরুষতন্ত্র নিয়ে লেখা কমলার বইগুলো অন্তত ৩০ টি ভাষায় অনূদিত হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত