নাসিক ৩নং হতে প্রার্থী হচ্ছেন বঙ্গবন্ধু ফেলোশিপ প্রাপ্ত গবেষক খসরু

  স্টাফ রিপোর্টার: 

প্রকাশ: ৯ অক্টোবর ২০২১, ১৩:৪৭ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ০২:২৯

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিন নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হবার ঘোষনা দিয়ে ঈশতেহার প্রকাশ করেছেন বঙ্গবন্ধু ফেলোশিপ প্রাপ্ত গবেষক এ. আর ফররুখ আহমাদ (খসরু)। তিনি ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ’মানবাধিকার শিক্ষা’ বিষয়ে পিএইচডি অধ্যয়ণরত। 

এক্স-নটরডেমিয়ান খসরু ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স সহ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে জাপানিজ স্টাডিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) হতে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে তিনি ২০১৮ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্, মিরপুর ক্যান্টনমেন্ট  হতে ’শিক্ষা ও স্থানীয় সরকার’ বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন। দেশে-বিদেশে বিভিন্ন জার্নাালে এ পর্যন্ত তাঁর ১২টি গবেষনা নিবন্ধসহ বিভিন্ন বাংলা ও ইংরেজি সংবাদপত্রে নানা প্রকাশনা ও লেখালেখি রয়েছে। তিনি এ্যামেনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সরকারি-বেসরকারি সংস্থা হতে মানবাধিকার ও শিক্ষাসহ বহুবিধ বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। 

খসরু তার দশ দফা নির্বাচন ঈশতেহারে স্থানীয় বিরোধ নিষ্পত্তি কাউন্সিল গঠন, পঞ্চায়েত ব্যবস্থার আলোকে মসজিদ কমিটিগুলোর ক্ষমতায়ণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে তিন নম্বর ওয়ার্ডকে গড়ে তোলার প্রত্যয় ঘোষনা করেন। তিনি সকলের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশী। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত