নাসিক নির্বাচন পরিচালনায় নানক-আজমের নেতৃত্বে আ'লীগের টিম গঠন

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১৪:৪৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৮

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানককে আহ্বায়ক করে টিম গঠন করেছে আওয়ামী লীগ।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানককে আহ্বায়ক এবং ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে সদস্য সচিব করে এই টিম গঠন করা হয়েছে।

টিমের বাকি সদস্যরা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। বাকিদের নাম প্রয়োজন অনুযায়ী সময়মতো অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত