নারী ফুটবলারদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ২০:২৬ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৭৯ মিনিটে আনাই মগিনি বাংলাদেশকে এগিয়ে দেন। তার করা ওই গোলটিই শেষপর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত