নারীরা যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে: মির্জা ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ মার্চ ২০২৪, ১০:৪৫ |  আপডেট  : ৪ মে ২০২৫, ২০:৪৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব অনস্বীকার্য। দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হলো, বৈষম্য কমানো ও তাদের সম্মান জানানো। তাই সমাজে নারীরা যেন কখনও বৈষম্যের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।  

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান দুঃসময়ে নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে অতিমাত্রায়। দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে বন্দি। নারী হলেও তার ওপর চালানো হচ্ছে জুলুম। এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাতে হবে।  

মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক নারী দিবসের এই শুভক্ষণে আমি নারী সমাজের প্রতি গুরুত্বারোপসহ তাদের সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার জন্য উদাত্ত আহবান জানাই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত