নারীদের ভাষা শিক্ষায় সহায়তা দিতে চায় ইইউ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:০৯

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় এবং নারীদের ভাষা শিক্ষায় সহায়তা দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত  ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. চার্লস হোয়াটলসহ প্রতিনিধি দলের সদস্যরা। 

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের টিম লিডার মিস জুরাটি স্মালস্কিসটি।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে  কাজ করার আগ্রহ প্রকাশ করে।

প্রতিনিধি দল মন্ত্রীকে জানায় বাংলাদেশের নারীদের ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের ভাষা শিক্ষা এবং বিভিন্ন দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা দিতে চায় ইইউ, যাতে করে বাংলাদেশের নারীরা ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত