নারদ কাণ্ডে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২১, ১১:১৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:২২

কলকাতার প্রাক্তন মেয়র, তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমকে গ্রেফতার করেছে সিবিআই। সোমবার (১৭ মে) সকালে ৯টায় ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী।

পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পর ফিরহাদকে তার বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় উপস্থিত সংবাদিকদের বলেন, ‘নারদ মামলায় আমাকে গ্রেফতার করা হল’।

এদিন সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা গেছে।

কিছুদিন আগেই নারদ মামলায় চার্জশিট গঠনের অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই মামলার সূত্রেই সিবিআই আধিকারিকদের হানা বলে অনুমান। যদিও সিবিআই’র তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত