নাভালনির মৃত্যু ‘দুঃখজনক ঘটনা’ : পুতিন
প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১০:৪৬ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুকে একটি ‘দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন।’
তিনি বন্দী বিনিময়ের মাধ্যমে তাকে মুক্তি দিতে প্রস্তুত ছিলেন।
টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে পুতিন এই বছর প্রথমবারের মতো জনসমক্ষে নাভালনির নাম উচ্চারন করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, তিনি মারা গেছেন। মি. নাভালনির এই মৃত্যু একটি দুঃখজনক ঘটনা।’ খবর এএফপি’র।
পুতিন বলেন, নাভালনির মৃত্যুর কয়েকদিন আগে তাকে পশ্চিমাদেশে বন্দি রুশদের মুক্তির বিনিময়ে প্রত্যর্পণের বিষয়ে আমার কিছু সহকর্মীর প্রস্তাবে আমি রাজি হয়েছিলাম।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত