নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো লৌহজংয়ে উন্নয়ন মেলা
প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১৬:১৩ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ২০:৫২
”বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন”এ প্রদিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শনিবার সকাল থেকে রেবাবার সন্ধ্যা পর্যন্ত লৌহজং বিশ্ব বিদ্যালয় কলেজ মাঠে দুদিন ব্যাপী উন্নয়ন মেলা ও সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরা হয় সংশ্লিষ্ট বিভাগ ও দফতরের মাধ্যমে।এছাড়াও মেলায় বিভিন্ন স্টলের পাশাপাশি উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরা হয়েছে।
এ সময়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:হুমায়ন কবির ও লৌহজং উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন এবং লৌহজং উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো:রাশেদুজ্জামান,লৌহজং উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার এ উন্নয়ন মেলাটির সার্বিক ভাবে তদারকী করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত