নাটোর-৪ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিক পাটোয়ারী

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৮ | আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০১:০৯

নাটোর-৪ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে। শুক্রবার রাতে গণভবনে দলটির মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সিদ্দিকুর রহমান পাটোয়ারী নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলার বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য (এমপি) মো. আব্দুল কুদ্দুস ১৫ ভাদ্র ১৪৩০/৩০ আগস্ট ২০২৩ তারিখ পূর্বাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬১ নাটোর-৪ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।
পরে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, এই আসনের ভোট অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ২৫ সেপ্টেম্বর।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত