নাটোরে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১৫:৫০ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:১৯

দিনাজপুর থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশনের সিগন্যাল পয়েন্টে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে দিনাজপুর থেকে ঢাকাগামী চালবাহী একটি মালট্রেন আব্দুলপুর স্টেশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছালে হঠাৎ করেই ৩টি বগি লাইনচ্যুত হয়। ফলে বন্ধ হয়ে যায় ওই লাইনে সব ধরনের ট্রেন চলাচল।

তিনি জানান, ট্রেন লাইনচ্যুতের কারণে নাটোর স্টেশনে আটকা পড়ে আছে চিলাহাটী থেকে খুলনাগামী রকেট মেইল ও রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন কল করা হয়েছে বলে জানান তিনি।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। সেখানে গেলে বিস্তারিত জানাতে পারবো।

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত