নাটকীয় ড্র নিয়ে মাঠ ছাড়লো নিউজিল্যান্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১৯:০০ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৪০

ড্র হলো কানপুর টেস্টে। নানা নাটকীয়তায় টেস্ট ক্রিকেটের দারুণ এক বিজ্ঞাপন হিসেবে মনে রাখা যেতেই পারে এই টেস্টকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রের দুই ফাইনালিস্ট ভারত ও নিউজিল্যান্ডের লড়াই দারুণ রোমাঞ্চ উপহার দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। এই টেস্টে জিততে হলে নিউজিল্যান্ডকে তরতে হতো ২৮৪ রান। তবে কিউদের ব্যাটিং দেখে জয়ের কোন ক্ষুধাই ধরা পড়েনি। কিন্তু স্বাগতীক ভারত প্রাণপনে চেষ্টা করে গেছে এই ম্যাচ জিতে মাঠ ছাড়তে। ভরত গিয়েছিলোও সেই পথে কিন্তু হয়নি রাচিন রবীন্দ্রর দৃঢ়তায়। ১৪৭ রানে অষ্টম উইকেটের পতনের পর পরাজয় ছিল নিছক সময়ের ব্যাপার। ১৫৫ রানে টিম সাউদিও ধরেন সাজঘরের পথ। এরপরের লড়াইটা ছিল ভারতীয় বোলারদের সাথে অভিষিক্ত রবীন্দ্রর।
 
শেষপর্যন্ত প্রত্যেকটি বল দেখেশুনে খেলে দলকে অবিশ্বাস্য ড্র এনে দিয়েছেন রবীন্দ্র। ৯১ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন এই তরুণ অলরাউন্ডার। এর আগে টম ল্যাথাম ১৪৬ বলে ৫২, উইলিয়াম সমারভিলে ১১০ বলে ৩৬ ও অধিনায়ক কেন উইলিয়ামসন ১১২ বলে ২৪ রান করেন। ম্যাচ বাঁচাতে তাদের লড়াই পূর্ণতা পেয়েছে শেষ বিকেলে রবীন্দ্রর অবিশ্বাস্য দৃঢ়তায়।

ভারতের পক্ষে অভিষেকে শতক ও অর্ধশতক হাঁকানো শ্রেয়াস আইয়ার পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর

টস : ভারত

ভারত ১ম ইনিংস : ৩৪৫/১০ (১১১.১ ওভার)
আইয়ার ১০৫, গিল ৫২, অশ্বিন ৩৮
সাউদি ৬৯/৫, জেমিসন ৯১/৩

নিউজিল্যান্ড ১ম ইনিংস : ২৯৬/১০ (১৪২.৩ ওভার)
ল্যাথাম ৯৫, ইয়ং ৮৯, জেমিসন ২৩
অক্ষর ৬২/৫, অশ্বিন ৮২/৩

ভারত ২য় ইনিংস : ২৩৪/৭ ডিক্লেয়ার (৮১ ওভার)
আইয়ার ৬৫, ঋদ্ধিমান ৬১*
জেমিসন ৪০/৩, সাউদি ৭৫/৩

নিউজিল্যান্ড ২য় ইনিংস : ১৬৫/৯ (৯৮ ওভার)
ল্যাথাম ৫২, সমারভিলে ৩৬, উইলিয়ামসন ২৪, রবীন্দ্র ১৮*
জাদেজা ৪০/৪, অশ্বিন ৩৫/৩

ফল : ড্র
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত