নাঈমের একটি বড় দোষ আছে, তবে তার বড় গুণ অনেক: নাদিয়া
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ১১:১৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২১
পরিবারের কোনো বিশেষ দিনে কারও বাইরে কাজ রাখা যাবে না। এই দিনে তাঁরা একসঙ্গে সময় কাটান। অভিনেতা এফ এস নাঈমের জন্মদিন। দিনটি বিশেষভাবে কাটাতে তাঁরা একসঙ্গে লাঞ্চ করতে বেরিয়েছেন। সঙ্গে আছেন তাঁর মা, বাবা, বোন, স্ত্রী অভিনেত্রী নাদিয়া আহমেদ ও পরিবারের অন্যান্য সদস্য। এই অভিনেতার কাছে প্রশ্ন, স্ত্রীর চোখে আপনার বড় দোষ এবং গুণ কী। এই প্রশ্নের জবাব দিলেন না এই অভিনেতা। হেসে ফোনটি ধরিয়ে দিলেন অভিনেত্রী স্ত্রী নাদিয়ার কাছে। কিছুটা সময় নিয়ে নাদিয়া বললেন, নাঈমের একটি বড় দোষ আছে। তবে তার বড় গুণ অনেক।
নাদিয়া বলেন, ‘ওর [এফ এস নাঈম] দোষ একটাই, ও অনেক কিছু ভুলে যায় [হাসি]। অনেক সময় কিছু একটা বলল বা তাকে বলা হলো, সেটা সে ভুলে বসে থাকে। এটা তেমন দোষের মধ্যে পড়ে না, কিন্তু অনেক সময় এ নিয়ে ঝামেলা পোহাতে হয়। আর নাঈমের অনেক গুণ আছে। নাঈম সবার আগে পরিবারকে প্রায়োরিটি দেয়। মা–বাবা, বোন, বোনের ছেলে–মেয়ে, শ্বশুর–শাশুড়ি, আমি—সবাইকে খুব গুরুত্ব দেয়। আর সংসার করার জন্য সবচেয়ে বেশি দরকার নিজেদের মধ্যে বোঝাপড়া ও সহনশীলতা। সেই বোঝাপড়া আমাদের মধ্যে আছে। আমাদের দুজনেরই ছাড় দেওয়ার মনমানসিকতা রয়েছে।’
দুজনেরই শুটিং শেষ করে বাসায় ফিরতে দেরি হয়ে যায়। নাঈম-নাদিয়ার বেশির ভাগ কথা তাই সকালের খাবারের টেবিলেই হয়। তবে নিয়মিতই মুঠোফোনে কথা হয়। রাতেও সময় থাকলে আড্ডা দেন। ব্যস্ততা নিয়ে মান–অভিমান নেই। নাঈম বলেন, ‘আমার জন্মদিনে সব সময় নাদিয়া আমার পছন্দের জিনিসগুলো গিফট করে। আমি বলতে গেলে শপিংবাজ। প্রচুর শপিং করি। ও (নাদিয়া আহমেদ) জানে আমার পছন্দ কী।’ এবার কী উপহার দিয়েছেন, এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, ‘নাদিয়া আমার জন্য শুটিং রাখেনি, এটা বড় গিফট। এটাও মনে করিয়ে দেয় আলাদা একটা কেয়ারের কথা। আর গত রাতেই সে আমাকে চমকে দিয়েছে। আমাকে ঘড়ি ও স্যুট উপহার দিয়েছে। নাদিয়ার যেকোনো উপহারই আমাদের জন্য বিশেষ।’ গত রাতেই বাসায় পরিবারের সঙ্গে কেক কেটেছেন নাঈম।
নাটকের ব্যস্ত অভিনেতা নাঈম দীর্ঘ ১০ বছর পর সম্প্রতি ‘জলে জ্বলে তারা’ নামে দ্বিতীয় সিনেমায় নাম লিখিয়েছেন। তাঁর সহশিল্পী মিথিলা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত