নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ তিনজন নিহত
প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ১০:৩৮ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৫২
নরসিংদীতে ইউপি নির্বাচন কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহর মধ্যে দন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে সকালে আসাদউল্লাহর সমর্থকরা দীপু সমর্থকদের ওপর হামলা চালায়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন। এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনও সংঘর্ষ চলেছে।
নরসিংদী সদর মডেল থানার ওসি শওগাতুল আলম জানান, নরসিংদীর সদর হাসপাতাল মর্গে নিহতদের মরদেহ রাখা হয়েছে। গুলিবিদ্ধসহ আহতরা সেখানেই চিকিৎসাধীন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত