নব বর্ষ

  নীহার আন্না গোমেজ

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৯:১৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯

চৈতালীর কাছ হতে
বৈশাখীর হাত ধরে
পুরানো সব বিলীন করে
আগমন শুভ নববর্ষ।
আজি শুভ বর্ষের প্রথম প্রভাতে
শুভেচ্ছা, শুভাগমন তোমাকে
ভালবাসার মেল বন্ধনে বাঁধ সকলকে
চলরে সকলে মেলায় যাইরে।
নারীদের সাজ কচিকাঁচাদের কলতান
 সুরভিত,মুখরিত পুষ্পিবতান
সুখ,শান্তি,আনন্দে
ভরে দাও নব বরষে।
মনের ভ্রান্তি,হিংসা, কালিমা,ক্লান্তি
ধরিএীর ধূলিময়তা,শুষ্কতা,রুক্ষতা
মুছে দিয়ে ভরে দাও শান্তি
নতুন সুরে বাজুক জীবনের বীণ।
মলিন বিষাদ,অন্ধকার হউক দূর
কুলষ কালিমা করিয়া মার্জনা
হৃদয়ে বাজুক জাগরন গীতি
আজি মানুষে মানুষে বাড়ুক সম্প্রীতি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত