নবাবগঞ্জে বাস ডিপোতে আগুন, ভস্মীভূত কয়েকটি বাস- দোকান
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ১৩:১৫ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:২৬
ঢাকার অদূরে নবাবগঞ্জের বান্দুরা বাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেখানে দাড়িয়ে থাকা বেশ কয়েকটি বাস পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার পর এ আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস রাখা ছিল। আগুনে বেশ কয়েকটি বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে যায়।
আগুনে কাউন্টারের পাশে থাকা পেট্রোলের দোকানে থাকা জাকির নামে একজন দগ্ধ হয়েছেন। তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত