নন্দীগ্রাম যুবলীগ নেতার পিতার ইন্তেকাল

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ১৫:৫২ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৬:৩৯

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তারের পিতা আলহাজ্ব সোলায়মান আলী ইন্তেকাল করেছেন (ইন্না....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলো। মঙ্গলবার (৫ অক্টোবর) দিবাগত রাত ৩ টারদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে-২ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছে নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, সহ-সভাপতি আব্দুস সালাম, এমআর জামান রাসেল, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, যুবলীগ নেতা ইঞ্জি. মোফাজ্জল বারী, আব্দুল মান্নান, আকতার হোসেন ও রইছ উদিন প্রমুখ।   

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত