নন্দীগ্রাম পৌরসভা মেয়রের মাস্ক বিতরণ

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১৯:২১ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:২৩

করোনাভাইরাস সংক্রমণরোধে ৩ হাজার মাস্ক বিতরণ করলেন বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান। ১০ এপ্রিল বিকেল ৩ টায় নন্দীগ্রাম পৌর শহরের পুরাতন বাজারসহ ৯টি ওয়ার্ডে তিনি মাস্ক বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতামূলক প্রচারও চালানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন, জুলফিকার আলী, শাহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম অপু ও আবু সাঈদ মিলন প্রমুখ। নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান জানান, করোনাভাইরাস মোকাবিলায় সবধরণের প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। জনগণকে সচেতন করার পাশাপাশি সহায়তা অব্যাহত থাকবে। স্বাস্থ্যাবিধি মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত