নন্দীগ্রাম ড্রাইভার শাখার প্রথম ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৭ | আপডেট : ১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩০
আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার নন্দীগ্রাম ড্রাইভার শাখার প্রথম ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে আব্দুর রাজ্জাক মোটরসাইকেল প্রতীকে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল হক রুবেল ট্রাক প্রতীকে ৫০ ভোট পেয়েছে। সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী হরিণ প্রতীকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম বাবু ছাতা প্রতীকে ৫৭ ভোট পেয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে শাহীন মাহমুদ, কোষাধ্যক্ষ পদে দুলাল হোসেন ও সড়ক সম্পাদক পদে ফেরদৌস আলম নির্বাচিত হন।
শুক্রবার (৩১ জানুয়ারি) নন্দীগ্রাম ফিলিং স্টেশন সংলগ্ন অন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার নন্দীগ্রাম ড্রাইভার শাখা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের পর গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন। মোট ১৩টি পদের মধ্যে ৮টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৫টি পদে ভোট গ্রহণ করা হয়।
বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন, সহসভাপতি ফরিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মুক্তার হোসেন, প্রচার সম্পাদক আকবর আলী, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন, কার্যনির্বাহী সদস্য হাসান ফারুক, জাহিদুল ইসলাম ও সোহেল রানা। নির্বাচন চলাকালে আন্তঃ জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার নেতৃবৃন্দ উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত