নন্দীগ্রাম কেজি একাডেমী এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৯ | আপডেট : ২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৭
বগুড়ার নন্দীগ্রাম কেজি একাডেমী এন্ড হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্ন বিরতির পর বিকাল ৩টা থেকে নন্দীগ্রাম কেজি একাডেমী ও হাই স্কুল চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম কেজি একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই ঠান্ডু, সাংবাদিক আব্দুর রউফ উজ্জল, সহকারী শিক্ষক জিল্লুর রহমান, হানজালা হোসেন, নুরুল ইসলাম, সুশান্ত কুমার, জেসমিন নাহার, আকতার বানু, সুব্রত মহন্ত, সোনালী খাতুন, রাজিয়া খাতুন, লাকী খাতুন, প্রতাপ চন্দ্র, হাজেরা খাতুন, রিপন কুমার, আব্দুল খালেক বাদশা, শিমু বালা, তাছলিমা খাতুন ও তৌফিক হাসান বাদশা প্রমুখ।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত