নন্দীগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৪ আগস্ট ২০২২, ১৯:২২ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:৪১
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সার ডিলারগণের সাথে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল বারীক, সার ডিলার মোখলেছার রহমান ও একরাম হোসেন প্রমুখ। উক্ত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, নন্দীগ্রাম উপজেলায় সারের কোনো সঙ্কট নেই। বিভিন্ন স্থানে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রয় হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত