নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতির মাতার পরলোক গমন

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ১৮:০৭ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের মাতা চাঁপা রাণী মহন্ত (৮২) পরলোক গমন করেছে। ১৯ অক্টোবর বিকেলে তিনি ব্রেন স্ট্রোক করলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ অক্টোবর ভোর আনুমানিক সাড়ে ৪ টারদিকে তিনি পরলোক গমন করেন। পরলোক গমনকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তার পরলোক গমনে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম পৌর সভার মেয়র আনিছুর রহমান, সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা গামা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, এমআর জামান রাসেল, সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত