নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মজিদ আর নেই

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ১৫:২০ |  আপডেট  : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহের আলী মজিদ (৪৩) আর নেই (ইন্না.... রাজিউন)। মেহের আলী মজিদ উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংড়াখালাস গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে অসুস্থ হয়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তার অকাল মৃত্যুতে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম সুমন, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, মিজানুর রহমান, আদম আলী, জাহাঙ্গীর আলম সবুজ, আরিফুল ইসলাম মজনু, ফারুক হোসেন, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীনসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত