নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রানাকে প্রার্থী করার সিদ্ধান্ত
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:৪৬ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৪
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানাকে প্রার্থী করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, শফিউল আলম ছবি, মহসিন আলী, সরফুল হক উজ্জ্বল, শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, আওয়ামী লীগ নেতা তীর্থ সলিল রুদ্র, ওয়াশীম উদ্দিন, আব্দুর রাজ্জাক, শাহিরুল ইসলাম, কালিপদ রায়, মোজাম্মেল হক, মখলেছুর রহমান মিন্টু, গোলাম মোস্তফা গামা, মোরশেদুল বারী, মিজানুর রহমান মাসুম, নিকুঞ্জ চন্দ্র, জুলফিকার আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক মাহফুজা বেগম, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ আহমেদ ও ছাত্রলীগ নেতা আল-জাহিদ প্রমুখ। এ সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত