নন্দীগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ৮ আগস্ট ২০২৪, ১৩:৩১ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫০
কোটা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ আগস্ট) বাদ আছর নন্দীগ্রাম কলেজ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর আনোয়ারুল হকের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পশ্চিম জেলা জামায়াতের সেক্রেটারী মুঞ্জুরুল ইসলাম রাজু।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, জামায়াত নেতা গোলাম রাব্বানী, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, জাহিদুল ইসলাম, শেখ সাদী, একরামুর রেজা টুকু ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মোমিন প্রমুখ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত