নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ১৮:২০ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ২১:২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নন্দীগ্রাম উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেল ৩ টায় উপজেলার বুড়ইলে জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় এ দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজিদ হাসান বাবু। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোসাব্বির শাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রাজু, আব্দুল করিম প্রধান রনি ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। এ দ্বিবার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে জুয়েল রানা সভাপতি ও তারেক রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এ ছাড়াও ছাত্রদল নন্দীগ্রাম পৌর শাখার নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত