নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১৫:১৬ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ২০:২৪
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মাহফুজুর রহমান, ওসিসির প্রোগ্রাম অফিসার মোত্তালেব হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায়, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও কুন্দারহাট হাইওয়ে থানার এসআই নিপেন্দ্রনাথ প্রমুখ। উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃক্সখলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত