নন্দীগ্রাম উপজেলা আইনশৃক্সখলা কমিটির সভা অনুষ্ঠিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১৫:৪০ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০২:৫১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইনশৃক্সখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, প্রভাষক আব্দুল বারী বারেক, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আমজাদ হোসেন প্রমুখ । উক্ত সভায় উপজেলার সার্বিক আইনশৃক্সখলা ও শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে গুরুত্বপুর্ণ আলোচনা ও সিদ্ধান্ত  গৃহিত হয়।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত