নন্দীগ্রাম উপজেলা অনলাইন  প্রেস ক্লাবের কমিটি ঘোষণা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১৪:৪৬ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেস ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় এ কমিটির উপদেষ্টা নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র মহন্ত স্বাক্ষরিত নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেস ক্লাবের এমআর জামান রাসেলকে সভাপতি ও মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার পর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত ও থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপজেলা শাখার সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, নন্দীগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এমআর জামান রাসেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহসভাপতি সুমন কুমার নিতাই, দপ্তর সম্পাদক মামুন আহমেদসহ নন্দীগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত