নন্দীগ্রাম উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২২, ২০:১১ |  আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৮

মুজিব শতবর্ষ উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিলো বাংলার গরীব-দুঃখী ও নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটানো। এ লক্ষ পূরণে তিনি অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসাসহ জীবন ধারনের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিত করণের বিষয়টি সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভূক্ত করেন। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সাল হতে অসহায়, ছিন্নমূল, ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন। তার এ কার্যক্রমের আংশ হিসেবে ১৯৯৭ সালে শুরু হয় আশ্রয়ণ প্রকল্প। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। মুজিব শতবর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’। মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহনির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জুলাই ঘরগুলো শুভ উদ্বোধন করবে এবং এ পর্যায়ে নন্দীগ্রাম উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন। এ প্রেস ব্রিফিংয়ে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। সেসময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মুজিব শতবর্ষে  নন্দীগ্রাম উপজেলায় গুণগতমানের ৪০৪ টি ঘর নির্মাণ করা হয়েছে।    

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত