নন্দীগ্রামে ৪ দোকান মালিকের জরিমানা

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ১৯:৪৬ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০

লকডাউন চলাকালে দোকান খোলা রাখায় বগুড়ার নন্দীগ্রামে ৪ দোকান মালিকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২০ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত নন্দীগ্রাম সদরে ২ দোকান মালিকের ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা করেন। 

অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম নন্দীগ্রাম সদরে ২ দোকান মালিকের ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা করে। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে এসব জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউন কার্যকর করতে আমরা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে দিকনির্দেশনা দিয়ে আসছি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত