নন্দীগ্রামে ৪ ইউনিয়নে ২০ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১৯:১১ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নন্দীগ্রাম উপজেলার ৪ ইউনিয়নে ২০ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মখলেছুর রহমান মিন্টু, স্বতন্ত্র প্রার্থী প্রভাষক আব্দুল বারী বারেক, রেজাউল করিম কামাল ও গোলাম মোস্তফা গামা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
৩নং ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মোরশেদুল বারী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রার্থী মখলেছুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহেল বাকি, মজনুর রহমান ও লুৎফর রহমান রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করে। ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী হাফিজুর রহমান নান্টু, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন, এ্যাড. ইলিয়াস আলী, জিল্লুর রহমান, মাহাবুর রহমান ও এহছানুল ইসলাম রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী জুলফিকার আলী, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, শামছুর রহমান, রেজাউৎদ্দৌলা ববি ও এহতেশামুল আলম রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও উপজেলার ৪ ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিলো।
চতুর্থ ধাপে নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১নং বুড়ইল ইউনিয়ন বিভাজন প্রক্রিয়াধীন রয়েছে। এ কারণে চতুর্থ ধাপে ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত