নন্দীগ্রামে ২ মাদক কারবারি গ্রেপ্তার

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৭ মে ২০২১, ১৯:৪৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:১৩

বগুড়ার নন্দীগ্রামে ২ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নির্দেশনায় থানার এসআই রেজাউল করিম ও তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ৬ মে দিবাগত রাতে উপজেলার গুন্দইল গ্রামের বিজয় চন্দ্র মহন্তের ছেলে পরিতোষ চন্দ্র মহন্ত (২৮) ও বিজয়ঘট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লিটন মিয়া (৩৮) কে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ৭ মে থানা পুলিশ তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার এসআই বিকাশ চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত