নন্দীগ্রামে হাট ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ

  নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২১, ১৬:০৬ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৯

বগুড়ার নন্দীগ্রামে রণবাঘা হাট ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ৩৩ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে উপজেলার রণবাঘা হাট-বাজার ইজারা প্রদান করায় ২৫ মে দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

এরপর দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা শাহজাহান আলী সাজু, সরফুল হক উজ্জল, আনন্দ কুমার, আব্দুর রাজ্জাক, রাকিবুল হাসান রাজ্জাক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, সদস্য মোফাজ্জল বারী, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাকিব হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা তাঁতী লীগের সভাপতি আবু নোমান, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ডিউ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সাধারণ সম্পাদক শুভ আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত