নন্দীগ্রামে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ১০:৪৪ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫৩
করোনাভাইরাস সংক্রমণরোধে ৫ এপ্রিল সকাল থেকে ৭ দিন ব্যাপি লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, আব্দুল বারী বারেক, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত