নন্দীগ্রামে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  নাজমুল হুদা

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৪, ১২:৪৪ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ২০:২৭

সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিউল আলম ছবি ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত