নন্দীগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১৫:১৪ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৬
বগুড়ার নন্দীগ্রামে কুটিল চন্দ্র (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে নন্দীগ্রাম থানা পুলিশ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ঘুরকা গ্রামে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি কুঠিল চন্দ্রকে গ্রেপ্তার করে। সে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের যতীন্দ্রনাথের ছেলে। আদালত সিআর মামলায় তাকে ৬ মাসের সাজা দেয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থানা পুলিশ তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত