নন্দীগ্রামে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১ অক্টোবর ২০২১, ১৮:৩৯ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান এএসএ উচ্চ বিদ্যালয় কক্ষে প্রধান শিক্ষক হারুন-অর রশিদের সভাপতিত্বে এ সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন প্রমুখ। এ সভায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত