নন্দীগ্রামে শয়নঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ১৬:০৫ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৩০
বগুড়ার নন্দীগ্রামে শয়নঘরে সাপের কামড়ে আছিয়া বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। সে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বড় চাঙ্গুইর গ্রামের আব্দুর রহমান ধলুর স্ত্রী।
জানা গেছে, শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাতে গৃহবধূ আছিয়া বেগম রাতের খাবার খেয়ে শয়নঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে শয়নঘরে একটি বিষধর সাপ এসে তাকে কামড় দেয়। এতে তার শরীর বিষাক্ত হয়ে উঠে। পরে তাকে চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন এতথ্য নিশ্চিত করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত