নন্দীগ্রামে শেখ রাসেল দিবস পালিত
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১৮:৩৮ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৬:৪৩
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায়, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, থানার এসআই নুর আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা তীর্থ সলিল রুদ্র ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত