নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে ৪৪টি মন্ডপে দূর্গোৎসব উদযাপিত হচ্ছে                                                                                        

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১৮:৩১ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:৩৯

বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে ৪৪টি মন্ডপে দূর্গোৎসব উদযাপিত হচ্ছে। সোমবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে দূর্গোৎসব শুরু হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে মোট ৪৪টি মন্ডপে উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। 

দূর্গাপুজা মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা দায়িত্বপালন করছে। এ তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। উপজেলার প্রত্যেকটি দূর্গাপুজা মন্ডপে যথারীতিভাবে সরকারি অনুদান প্রদান করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নর-নারীরা প্রতিবছরের ন্যায় এবারো মহাধুমধামে দূর্গোৎসব পালন করছে। 

শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা উপজেলার হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। আগামী শুক্রবার এ উৎসব সমাপ্তি হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত