নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১৮:২৫ |  আপডেট  : ১২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮

বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে উপজেলার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি, এসএসসি ভোকেশনাল, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি, দামগাড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল, কালিশ পুনাইল হামিদীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল ও ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়। প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। সেসময় কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সবগুলো কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত