নন্দীগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত  

  নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৪৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০২

 বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার ভাটরা ইউনিয়নের বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। 

পরে বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি, শাহজাহান আলী, ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন প্রমুখ। 

 

গ্রামনগরবার্তা/কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত