নন্দীগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৬ |  আপডেট  : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:০৬

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ভাটরা ইউনিয়নের বামনগ্রাম বধ্যভূমি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন, মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত