নন্দীগ্রামে রামকৃষ্টপুর চৌদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  নাজমুল হুদা

প্রকাশ: ৩ মার্চ ২০২৪, ১৬:৩৩ |  আপডেট  : ১৮ মে ২০২৪, ১৩:৪০

বগুড়ার নন্দীগ্রামে রামকৃষ্টপুর চৌদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ মার্চ) দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রামকৃষ্টপুর চৌদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রামকৃষ্টপুর চৌদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহর সভাপতিত্বে এ অনুষ্ঠান উদ্বোধন করেন ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন ও কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্টপুর চৌদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুজ্জামান তারা।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিড়া পন্ডিতপুকুর বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজার রহমান ও সহকারী শিক্ষক এফএমএ সোবহান প্রমুখ। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 
 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত