নন্দীগ্রামে রণবাঘা হাটের জায়গায় দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ১৯:০৭ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১

বগুড়ার নন্দীগ্রামে রণবাঘা হাটের জায়গায় দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম। উপজেলার রণবাঘা গ্রামের আব্দুর রাজ্জাক বুলুর ছেলে বজলুর রশিদ রণবাঘা হাটের সরকারি জায়গা জবরদখল করে দোকান ঘর নির্মাণ কাজ করতে লাগে। 

বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানতে পেরে বুধবার (৬ অক্টোবর) বিকেল ৫ টায় সেখানে গিয়ে দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ বিষয়ে তিনি বলেন, হাটের বা সরকারি কোনো জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার সুযোগ নেই। কেউ এই নিয়ম অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয়রা জানান, ইতোপূর্বেও উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত উক্ত দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিলো। এরপরে আবারো সে দোকান ঘর নির্মাণ কাজ শুরু করে দেয়।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত